Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

পাথরঘাটায় জনতা ব্যাংকের শাখা উদ্বোধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২৪, ০৪:১৯ পিএম


পাথরঘাটায় জনতা ব্যাংকের শাখা উদ্বোধন

বরগুনার পাথরঘাটায় জনতা ব্যাংক পিএলসি ১২৯তম শাখা উদ্বোধন করা হয়েছে।

রোববার বেলা ১১টায় পাথরঘাটা বিআরটিসি বাসস্ট্যান্ড সংলগ্ন এ ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, জনতা ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের জিএম এন্ড কোম্পানি সেক্রেটারি মনসুর-উল হক মো. জাহাঙ্গীর, বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী, উপ-ব্যাবস্থাপক মো. আবদুস সোবহান মিয়া, পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম, সাংবাদিক আমিন সোহেল, সাংবাদিক তারিকুল ইসলাম কাজী রাকিব, সাংবাদিক সুমন মোল্লা প্রমুখ।

জনতা ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম সাংবাদিকদের জানান, পাথরঘাটা একটি উপকূলীয় এলাকা। এ এলাকার মানুষ মৎস্য পেশায় নিয়োজিত। এ পেশার মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েই পাথরঘাটার জনতা ব্যাংকের পিএলসি শাখার উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটার বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!