Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কর্মীদের বেতন বাড়াল সিটি ব্যাংক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৪, ১০:৩৮ পিএম


কর্মীদের বেতন বাড়াল সিটি ব্যাংক

দেশে চলমান মূল্যস্ফীতি সামলাতে বর্তমান বাজারের সঙ্গে সঙ্গতি রেখে বেতন কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংক।

এ লক্ষ্যে সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২৪ সালের জন্য ১৬২ কোটি টাকার বার্ষিক ইনক্রিমেন্ট (বেতন বৃদ্ধি) অনুমোদন করেছে; পিএমপি সমন্বয় এবং বোনাসসহ ২০২৫ সালের শেষ নাগাদ যা দাঁড়বে মোট ৩০০ কোটি টাকায়।

এ পদক্ষেপের ফলে আগামী বছরের মধ্যে ব্যাংকের মোট বেতন ব্যয় বাবদ খরচ হবে বার্ষিক ১,২১০ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্যতার ভিত্তিতে বেতন কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বেসরকারি খাতের ব্যাংকটি। যেসব কর্মীর বেতন বর্তমান বাজার বিবেচনায় উল্লেখযোগ্যভাবে কম, তারা এই পদক্ষেপের আওতায় উচ্চহারে ইনক্রিমেন্ট পাবেন; আর যাদের বেতন বর্তমান বাজার গড়ের কাছাকাছি, তারা তুলনামূলক কম পরিমাণে ইনক্রিমেন্ট পাবেন।

বেতন কাঠামো পুনর্গঠনে যা থাকছে

এও থেকে এসইও গ্রেড: ইনক্রিমেন্ট হবে ১০% থেকে ৫০% পর্যন্ত, গড় হবে ২৮%।

এভিপি থেকে এসভিপি গ্রেড: ইক্রিমেন্ট হবে পারফর্ম্যান্স বা কর্মদক্ষতা-ভিত্তিক

এভিপি থেকে ভিপি: ৫% থেকে ৩৫%, গড় ১৮%।

এফভিপি থেকে এসভিপি: ৩% থেকে ২৫%, গড় ১৩%।

ন্যূনতম বৃদ্ধি: বর্তমান বেতনের পরিমাণ নির্বিশেষে সকল কর্মীর জন্য ন্যূনতম ১০,০০০ টাকা ইনক্রিমেন্ট।

সাপোর্ট এবং আউটসোর্সড স্টাফ: সাপোর্ট স্টাফদের ক্ষেত্রে ১০% ইনক্রিমেন্ট বা ৫,০০০ টাকার মধ্যে যেটি বেশি হবে, সেটি পাবেন। আউটসোর্স কর্মীরাও মাসিক ৫,০০০ টাকা ইনক্রিমেন্ট পাবেন।

নতুন বেতন কাঠামো ২০২৪ সালের ১ নভেম্বর তারিখ থেকে কার্যকর হবে। কর্মীরা নভেম্বরের বকেয়াসহ ডিসেম্বরে নতুন নির্ধারিত হারে বেতন পাবেন।

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার জানান, ‘আমাদের কর্মীরাই সিটি ব্যাংকের মেরুদণ্ড। বাজার মানের সঙ্গে সঙ্গতি রেখে বেতন কাঠামো পুনর্গঠন করা হয়েছে, কারণ আমরা এমন একটি কর্মক্ষেত্র তৈরি করতে চাই, যেখানে সবার উন্নতি হবে।’

ইএইচ

Link copied!