অর্থনৈতিক প্রতিবেদক
জানুয়ারি ৯, ২০২৫, ০৮:৪৫ পিএম
অর্থনৈতিক প্রতিবেদক
জানুয়ারি ৯, ২০২৫, ০৮:৪৫ পিএম
বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলামকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তাকে এই নিয়োগ দিয়েছে সরকার। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধিত ২০১৫) এর ধারা ২৪ (১) (ঘ) এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯ এর বিধি ২২ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলামকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে তার যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। এই সময় তাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মসম্পর্ক পরিত্যাগের শর্ত দেয়া হয়েছে।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নজিরবিহীন বিক্ষোভের মুখে পদ ছাড়তে বাধ্য হন জালিয়াতি ও অর্থপাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা মাসুদ বিশ্বাসকে পদত্যাগের বাধ্য করা হয়। ইতোমধ্যে দুদকের তার বিরুদ্ধে মামলা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নতুন প্রধান নিয়োগের সাক্ষাৎকার নিতে ১০ জনকে ডাকেন বাংলাদেশ ব্যাংক। ১১ ও ১২ ডিসেম্বর সাক্ষাৎকার হয়।এর আগে, ৩১ অক্টোবর এ পদের জন্য আবেদনপত্র জমা দেন এ এফ এম শাহীনুল ইসলাম।
এ এফ এম শাহীনুল ইসলামের কেন্দ্রীয় ব্যাংকে ৩১ বছরের কর্মজীবনের পাশাপাশি, বিভিন্ন ভূমিকা এবং পদে, যার মধ্যে আর্থিক বুদ্ধিমত্তা, সম্মতি এবং তত্ত্বাবধানের একটি বিস্তৃত পটভূমি রয়েছে। বিএফআইইউ’র উপপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও, শাহীনুল ইসলাম বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিস এবং মতিঝিল অফিসে বিভিন্ন পদে কাজ করা, শাখা পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর কার্যকারিতায় অবদান রাখা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে অন-সাইট এবং অফ-সাইট তত্ত্বাবধান পরিচালনা করা, ঋণ ব্যবস্থাপনা বিভাগ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও ট্রেজারি ব্যবস্থাপনা বিভাগ এবং ব্যাংকিং তত্ত্বাবধান বিভাগে অবদান রেখেছেন।
আরএস