Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫,

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা জারি

অর্থনৈতিক প্রতিবেদক

অর্থনৈতিক প্রতিবেদক

জানুয়ারি ১৬, ২০২৫, ১১:৩০ পিএম


ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা জারি

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের উপর কঠোর সতর্কতা জারি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সর্বোচ্চ শাস্তি চাকরিচু্তির কথা বলা হয়েছে।  

বৃহস্পতিবার রাতে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কিছু কিছু কর্মকর্তা/কর্মচারী কর্তৃক অনভিপ্রেতভাবে বাংলাদেশ ব্যাংক সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করা হচ্ছে। এমনকি সহকর্মীদের সম্পর্কে অশালীন/বিরূপ মন্তব্য প্রদান করা হচ্ছে। এতে ব্যাংকের স্বাভাবিক কর্মপরিবেশ ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড অফিস কর্তৃক জারিকৃত অফিস নির্দেশের সুস্পষ্ট লঙ্ঘন এবং অফিস শৃঙ্খলার পরিপন্থি। তাই বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ইতঃপূর্বে এ ডিপার্টমেন্টে হতে জারীকৃত অফিস নির্দেশ নং-এইচআরডি (২)-৩১/২০২০ এর নিম্নবর্ণিত নির্দেশনা অনুসরণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো:

সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থি কোনো রকম কোন তথ্য-উপাত্ত, প্রকাশ করা হতে বিরত থাকতে হবে।

কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থি কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এরূপ কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিস বা পেশাকে হেয় প্রতিপন্ন করে এমন কোনো পোস্ট দেয়া থেকে বিরত থাকতে হবে।

লিঙ্গ বৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না।

জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয় লেখা, অডিও বা ভিডিও ইত্যাদি প্রকাশ বা শেয়ার করা যাবে না।

ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার হতে বিরত থাকতে হবে।

অন্য কোনো রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সম্বলিত কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে: এবং বাংলাদেশ ব্যাংকে কর্মরত সহকর্মীদের সম্পর্কে অশালীন/বিরূপ, বিষোদ্গার বা উত্তেজনামূলক মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।

এতদ্ব্যতীত, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে ‍‍`বিষয়বস্তু (Content) ও ‍‍`বন্ধু‍‍` (Friend) নির্বাচনে (Selection) সকলকে সতর্কতা অবলম্বন এবং অপ্রয়োজনীয় ট্যাগ, রেফারেন্স বা শেয়ার করা পরিহার করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বা নিজ অ্যাকাউন্টের ক্ষতিকারক কন্টেন্টের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী ব্যক্তিগতভাবে দায়ী হবেন।

উপরের বর্ণিত নির্দেশনার ব্যত্যয় ঘটলে Bangladesh Bank Staff Regulations, ২০০৩ এর ৪৪ (১) ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এখন থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট, কমেন্ট শেয়ার ইত্যাদি হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ কর্তৃক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

সোহেল/ইএইচ

Link copied!