আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৫, ০৭:০০ পিএম
আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৫, ০৭:০০ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে নিয়োগ বিজ্ঞপ্তি এবং অনলাইনে কাজের মাধ্যমে আয়ের সুযোগ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা আমার সংবাদকে এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের লোগো অন্যত্র ব্যবহার বিষয়ে সতর্কতা জারি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে নিয়োগ বিজ্ঞপ্তি এবং অনলাইনে কাজের মাধ্যমে আয়ের সুযোগ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এসব বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ জনগণ প্রতারিত হতে পারে।
বাংলাদেশ ব্যাংক জানাচ্ছে, এসব বিজ্ঞপ্তির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ প্রতারণামূলক। সঠিক তথ্য এবং বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ঘোষণা পেতে সবাইকে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট (www.bb.org.bd) দেখার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আরএস