Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

রাজধানীসহ ১৮ জেলার স্বর্ণের দোকানে বসবে ভ্যাট মেশিন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৫, ১২:১৮ এএম


রাজধানীসহ ১৮ জেলার স্বর্ণের দোকানে বসবে ভ্যাট মেশিন

রাজধানী ঢাকাসহ ১৮টি জেলার সব গহনার দোকানে ভ্যাট মেশিন বা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রাজস্ব আদায় বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে জুয়েলার্স সমিতির কাছে এসব এলাকার জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে এনবিআর।

প্রতিবেদনে আরও বলা হয়, জানুয়ারি মাসের শুরুতে জুয়েলার্স সমিতির নেতাদের সঙ্গে ইএফডি স্থাপন নিয়ে আলোচনায় বসে এনবিআর। সেখানে সমিতির নেতারা জুয়েলারি খাতে ভ্যাট, ব্যাগেজ রুল, স্বর্ণ আমদানিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

সমিতির নেতারা জানান, জুয়েলারি খাতে অনেক প্রতিষ্ঠান আছে, যাদের ভ্যাট নিবন্ধন নেই।

অনিবন্ধিত প্রতিষ্ঠান নিবন্ধন করে সব প্রতিষ্ঠানে ইএফডি স্থাপনের পাশাপাশি অন্যান্য সমস্যার যুক্তিসংগত সমাধান করা গেলে সরকারের রাজস্ব বাড়বে বলে মন্তব্য করেন জুয়েলার্স সমিতির নেতারা।

সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ওই সভায় এনবিআরের কর্মকর্তারা ১৮ জেলার এলাকার সব জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপন করা হবে বলে জানান।

এই ১৮টি জেলা হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি।

ইএইচ

Link copied!