Amar Sangbad
ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫,

নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে ঋণ বিতরণ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৮:৫৩ পিএম


নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে ঋণ বিতরণ

নড়াইলের কালিয়া উপজেলায় ৪০ জন কৃষকের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত করার অংশ হিসেবে ব্যাংকটি এই উদ্যোগ গ্রহণ করেছে।

রোববার নড়াইলের কালিয়া উপজেলায় এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে এ ঋণ বিতরণ করা হয়।

এ আয়োজনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আব্দুল কুদ্দুস, প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী এবং প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী বলেন, ‘বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের জন্য কৃষি খাতের বিকল্প নেই। প্রাইম ব্যাংক কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে আমরা এই এলাকার কৃষকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করেছি।’

এই উদ্যোগের মাধ্যমে প্রাইম ব্যাংক বাংলাদেশের কৃষি খাতের টেকসই উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ইএইচ

Link copied!