অর্থনৈতিক প্রতিবেদক
ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১২:৩৮ এএম
অর্থনৈতিক প্রতিবেদক
ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১২:৩৮ এএম
পরিশোধিত ও অপরিশোধিত রাইস ব্র্যান তেল রপ্তানিতে ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি শুল্ক) আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে এনবিআর।
ভোজ্যতেল একটি অপরিহার্য খাদ্যপণ্য যার সরবরাহ মূলত আমদানি নির্ভর। দেশের বাজারে ভোজ্যতেলের চাহিদার সিংহভাগ পূরণ হয় অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিপূর্বক পরিশোধন কার্যক্রম থেকে।
তবে দেশে ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৫ লাখ মেট্রিক টন রাইস ব্র্যান তেল (পরিশোধিত/অপরিশোধিত) উৎপাদিত হলেও তার সিংহভাগ প্রতিবেশী দেশে রপ্তানি হয়ে যায়।
অত্যন্ত স্বাস্থ্যসম্মত এই তেল দেশের ভোজ্যতেলের অভ্যন্তরীণ চাহিদার ২৫-৩০ শতাংশ অংশ মেটাতে সক্ষম। দেশে উৎপাদিত রাইস ব্র্যান তেলের অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করা গেলে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে এমনটা আশা সংশ্লিষ্টদের। এই উদ্দেশ্যেই ট্যারিফ কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে রপ্তানি নিরুৎসাহিত করতে সব ধরনের রাইস ব্র্যান তেল রপ্তানিতে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২৫ শতাংশ হারে রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে।
ইএইচ