আমার সংবাদ ডেস্ক
মার্চ ৩, ২০২৫, ০৪:০৭ পিএম
আমার সংবাদ ডেস্ক
মার্চ ৩, ২০২৫, ০৪:০৭ পিএম
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কমার্স প্লেক্স লিমিটেড কানাডার মধ্যে একটি রেমিট্যান্স পরিষেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান এবং কমার্স প্লেক্স লিমিটেড কানাডার চিফ স্ট্রাটেজি অ্যান্ড অপারেশনস অফিসার বাছির নিজেম এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, কমার্স প্লেক্স লিমিটেড, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সানজানা ফরিদ, ইসলামী ব্যাংকের ট্রেজারি অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মুহাম্মদ মাসউদ, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশনের প্রধান মো. মোতাহার হোসেন মোল্লা ও ওভারসিজ ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন।
ইএইচ