নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩, ২০১৯, ০৬:৩২ এএম
দেশের কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের (মাস্টার্স সমমান) ফল প্রকাশ করা হয়েছে। আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত পরীক্ষা পাশের হার ৭৭.১৮।
বুধবার (৩ জুলাই) সকাল ১১ টায় রাজধানীর আরামবাগে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয় থেকে এ ফলাফল প্রকাশ করা হয়।
হাইআতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাঈল বোর্ডের কো-চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলীর হাতে ফলাফলের ফাইল তুলে দেন। তারপর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
দাওরায়ে হাদিসে মোট পরীক্ষার্থী সংখ্যা ২৬ হাজার ৭৮৮ জন। উত্তীর্ণ হয়েছেন ১৯ হাজার ৭৯ জন, অনুত্তীর্ণ ৪ হাজার ৮৮২ জন এবং অনুপস্থিত ছিল ২ হাজার ৬২৫ জন।
জানা গেছে, উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩,৮৬৯ জন এবং ছাত্রী ৫,২১০ জন। পাসের হার ছাত্র ৭৭.১৮%, ছাত্রী ৬৫.২৬%। গড় পাসের হার ৭৩.৫১%। মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে ৯৫৯ জন ছাত্র এবং ৯২ জন ছাত্রী।
গত এপ্রিলে সারাদেশে ১৭৪টি পুরুষ কেন্দ্রে ও ১৮৭টি মহিলা কেন্দ্রে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়েছে।
দেশের ৬ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড নিয়ে গঠিত আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।
বোর্ডগুলো হলো, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এবং বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ।
মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে। এ জন্য যে কোন নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ২৯৯৩৩ নম্বরে।
এছাড়া হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েবসাইট alhaiatululya.com এ রেজাল্ট জানা যাবে।
আরআর