Amar Sangbad
ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫,

সার্জিক্যাল বক্স পেলেন শেকৃবির ৫৬ শিক্ষার্থী

শেকৃবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০১৯, ০১:১৯ পিএম


সার্জিক্যাল বক্স পেলেন শেকৃবির ৫৬ শিক্ষার্থী

পশু চিকিৎসাকে হাতে কলমে শিখতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ৫৬ শিক্ষার্থীকে সার্জিক্যাল বক্স প্রদান করা হয়েছে।

বুধবার (২৭ফেব্রুয়ারি) সকাল ১১ টায় এএসভিএম অনুষদের সেমিনার গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে লেভেল ৪ সেমিস্টার ২ এর শিক্ষার্থীদের হাতে ২৯টি যন্ত্রপাতিসমৃদ্ধ সার্জিক্যাল বক্স তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ ড. মো. আনোয়ারুল হক বেগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএসভিএম অনুষদের ডীন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক আনোয়ারুল হক। শিক্ষার্থীদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আহসানুল হক এবং মিস কে জাহান মীম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন আহাম্মদ বলেন, এসডিজি লক্ষ্য পূরণ করতে আমাদেরকে চ্যালেঞ্জের মুখে দাড়াতে হবে। বিশ্বের যে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের মানসিকতা তৈরি করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে।

উপাচার্য আরো বলেন, ভেটেনারি ডাক্তারদের মানুষদের ডাক্তার থেকে বেশি জ্ঞান রাখতে হয় কেননা তাদের একাধিক প্রাণির চিকিৎসা করাতে হয়। তিনি প্রাণি চিকিৎসা জ্ঞানকে পরিপূর্ণ করতে অনুষদকে যন্ত্রপাতিতে সমৃদ্ধ করার তাগিদ দেন।