Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫,

শিক্ষকদের সমস্যা শিগগিরই সমাধান হবে: শিক্ষামন্ত্রী

সেপ্টেম্বর ১৯, ২০১৫, ১১:১০ এএম


শিক্ষকদের সমস্যা শিগগিরই সমাধান হবে: শিক্ষামন্ত্রী

     শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে সরকারের উর্ধ্বতন ব্যক্তিরা অবগত আছেন। আমরাও এর দ্রুত সমাধান চাচ্ছি। সার্বিক বিষয় নিয়ে আমি শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছি। তাদের প্রস্তাব সরকার গুরুত্ব সহকারে নিয়েছে। এ সমস্যা সমাধানে কমিটিও হয়েছে। শিক্ষকদের সমস্যা শিগগিরই সমাধান হবে এবং তারা হাসিমুখে ঘরে ফিরবেন।’

শনিবার দুপুরে মন্ত্রীর মিন্টো রোডের বাসায় তার সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দীন আহমেদের নেতৃত্বে চার সসদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

অষ্টম বেতন কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন।পদমর্যাদা পুননির্ধারণ, বেতন বৈষম্য নিরসন ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা ভর্তি পরীক্ষা বর্জনের হুমকিও দিয়েছিলেন।

পরে সরকার বেতন বৈষম্য নিরসনে অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে কমিটি করলে তাতে আস্থা রাখতে পারেননি শিক্ষকরা।তবে কমিটি থেকে অর্থমন্ত্রীকে বাদ দেওয়ার বিষয়ে শিক্ষকদের দাবি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিদেশ সফর শেষে শিক্ষামন্ত্রী দেশে ফেরার পর শিক্ষকরা তাদের দাবি-দাওয়ার বিষয় নিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন। এ সময় তারা ঈদের আগেই সঙ্কট নিরসনের দাবি জানান।