Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মেডিকেলে ভর্তিচ্ছুদের সঙ্গে পুলিশের ধস্তাধ্বস্তি, আটক ১০

সেপ্টেম্বর ৩০, ২০১৫, ০৯:৩১ এএম


মেডিকেলে ভর্তিচ্ছুদের সঙ্গে পুলিশের ধস্তাধ্বস্তি, আটক ১০

      পরীক্ষার ফলাফল বাতিল ও নতুন পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি হয়েছে। বুধবার দুপুরে শাহবাগ থেকে অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের রমনা জোনের এডিসি মো. জসিম জানিয়েছেন, আন্দোলনকারীদের প্রথমে শাহবাগ ও পরে রমনা থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, “আন্দোলনকারীদের সবাই পরীক্ষার্থী নন। তাদের কেউ শহীদ মিনারে, কেউ রাজু ভাস্কর্য আবার কেউ শাহবাগে জমায়েত হতে চেয়েছিল। তাদের মধ্যে এরকম মতবিরোধ দেখে সন্দেহ হলে কয়েকজনকে আটক করা হয়।” প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হলেও আদালত তা খারিজ করেছে।

গত ১৮ সেপ্টেম্বর সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশ নেওয়া ৮৩ হাজার শিক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ৪৪৮ জনকে যোগ্য ঘোষণা করে ফল ঘোষণা করা হয় ২০ সেপ্টেম্বর।

পরদিন থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একাংশ। এর অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহীদ মিনারে অবস্থানের কথা থাকলেও সেখানে পুলিশ দেখে সরে আসেন আন্দোলনকারীরা।

পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হন। প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে মিছিল নিয়ে তারা শাহবাগের দিকে এগোতে চাইলে পাবলিক লাইব্রেরির সামনে পুলিশ বাধা দেয়। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। টেনে-হিঁচড়ে ১০ জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

পরে বেলা ১২টার দিকে পুনরায় ভর্তি পরীক্ষার দাবি এবং আটকদের মুক্তির স্লোগান নিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের দিকে গেলে পুলিশ তাতে বাধা দেয়। সেখানেও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়।

পুলিশের ধস্তাধস্তি ও টানা-হেঁচড়ার কারণে একজনের জামা ছিঁড়ে যায়, যাকে টেনে খালি গায়েই থানার ভেতর নিয়ে যেতে দেখা যায়। এছাড়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নারী কর্মীদের সঙ্গে পুলিশের টানা-হেঁচড়া ও ধস্তাসস্তিতে কয়েকজনকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। পরে ছাত্রফ্রন্টের নেতা স্নেহার্দী চক্রবর্তীসহ কয়েকজন নেতাকর্মীকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। বেলা ১টা পর্যন্ত তাদের ছাড়া হয়নি।