শেকৃবি প্রতিনিধি
জুলাই ১৯, ২০২১, ১২:৪০ পিএম
গবেষণায় অত্যাধুনিক যন্ত্রপাতির সহজলভ্যতা এবং গবেষণার পরিধি বাড়াতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সাথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (১৯ জুলাই) বিকালে বিসিএসআইআর এর কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশিদ ভূঁইয়া এবং বিসিএসআইআর এর পক্ষে মহাপরিচালক অধ্যাপক ড. আফতাব আলী শেখ এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক এবং বিসিএসআইআর এর সচিব, যুগ্ম সচিব এবং গবেষকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশিদ ভূঁইয়া বলেন, গবেষণার উপযুক্ত পরিবেশ এবং সকল প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে পারলে এখানে আরো ভালো গবেষণা সহজে করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যাতে বাধাহীনভাবে গবেষণার কাজে প্রয়োজনে বিসিএসআইআর এর যন্ত্রপাতি ব্যবহার করতে পারে তাই এ চুক্তি।এ চুক্তি করায় তিনি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
আমারসংবাদ/কেএস