Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

পদ্মা সেতুর উদ্বোধন

২৫ জুনের এসএসসি পরীক্ষা হবে ২৪ জুন

মো. মাসুম বিল্লাহ

জুন ১২, ২০২২, ১২:২৪ পিএম


২৫ জুনের এসএসসি পরীক্ষা হবে ২৪ জুন

পদ্মা সেতুর উদ্বোধনের দিন ২৫ জুন এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে না। পরীক্ষাটি এক দিন এগিয়ে ২৪ জুন হবে। 

সচিবালয়ে রোববার (১২ জুন) সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের দিন গোটা জাতি উৎসবে মাতবে। এজন্য ওই দিনের পরীক্ষা এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, পরীক্ষায় জালিয়াতি রোধ ও নিরাপত্তার স্বার্থে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

দীপু মনি বলেন, ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে।

রুটিন অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৯ জুন। শেষ হবে ৬ জুলাই। সব পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৯ জুন, চলবে ১৩ জুলাই পর্যন্ত।

বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হবে এবারের এসএসসি। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৬ জুলাই পর্যন্ত। ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে নিতে হবে ব্যবহারিক পরীক্ষা। সবগুলো পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১২টায়।

কেএস 

Link copied!