Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

রাসুল (সা)কে কটুক্তির প্রতিবাদে বদরুন্নেসায় বিক্ষোভ

আমারসংবাদ ডেস্ক

আমারসংবাদ ডেস্ক

জুন ১৩, ২০২২, ০৬:৫৭ পিএম


রাসুল (সা)কে কটুক্তির প্রতিবাদে বদরুন্নেসায় বিক্ষোভ

বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদের ঝড় এখন রাজপথ ছেড়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে।তারই  ধারাবাহিকতায় বদরুন্নেসা কলেজের  শিক্ষার্থীরাও নারায়ে তাকবির আল্লাহু আকবার স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়।

সোমবার (১৩জুন) রাজধানীর বদরুন্নেসা সরকারী কলেজে সকাল ১১ টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

এ সময় শিক্ষার্থীরা জানায়,পৃথিবীর মহামানব হযরত মোহাম্মদ (সাঃ) যার সৃষ্টির কারনে গোটা পৃথিবীর সৃষ্টি হয়েছে। তাকে নিয়ে কেউ মন্তব্য করলে মুসলিম হিসেবে তার প্রতিবাদ করা আমাদের জন্য ফরয। 

ভারতীয় পণ্য বয়কটের ঘোষণা দিয়ে আন্দোলনের সমন্বয়ক একই কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী মাসুমা আক্তার মুন আমার সংবাদকে জানায়, ভারতেই আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে অপমান করা হয়েছে সুতরাং আজ থেকে  আমরা সেই ভারতের পণ্য ব্যবহার করবো না।
খোজ নিয়ে জানা যায়,সকাল থেকেই শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু কলেজ কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় ক্যাম্পাসের ভিতরেই তারা পূর্বঘোষিত কর্মসূচী পালন করে।

অনুমতি না পেয়ে এক বিক্ষোব্ধ শিক্ষার্থী অভিযোগ তুলে বলেন, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা যদি রাস্তায়  বিক্ষোভ করার অনুমতি পায় তাহলে আমাদের কেন অনুমতি দেওয়া হলো না।

আমারসংবাদ/আরইউ

Link copied!