Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

এবার পেছাচ্ছে এইচএসসি পরীক্ষাও

মো. মাসুম বিল্লাহ

জুন ২১, ২০২২, ১১:৫৫ পিএম


এবার পেছাচ্ছে এইচএসসি পরীক্ষাও

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কারণে এসএসসি পরীক্ষা স্থগিতের পর এবার পিছিয়ে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষকাও। আসছে ঈদ-উল-আযহার ছুটির আগে এসএসসি পরীক্ষা শুরুর সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।

মঙ্গলবার (২১ জুন) এমনই ইঙ্গিত দিয়ে আন্ত: শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেন, ‘চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত হওয়ায় এর প্রভাব এইচএসসি পরীক্ষা শুরুতে পড়বে। কেননা দুটি পাবলিক পরীক্ষার মধ্যে অন্তত দুই মাসের বিরতি প্রয়োজন। সেই হিসেবে বলা যায়, এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যেতে পারে।’ 

কবে নাগাদ এসএসসি পরীক্ষা শুরু হতে পারে এমন প্রশ্নে তপন কুমার বলেন, ‘বিষয়টি নির্ভর করছে বন্যা পরিস্থিতির ওপর। পরিস্থিতি যদি উন্নতি হয় তাহলে আমরা এক সপ্তাহের নোটিশে এসএসসি পরীক্ষা আয়োজনে প্রস্তুত। পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সংশোধিত রুটিন প্রকাশ করবো।’ 

ঈদ-উল-আযহার আগে এসএসসি পরীক্ষা শুরুর কোনও সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করা উচিত হবে না।’ 

চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ২২ আগস্ট নির্ধারণ করে সরকার। এ পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেয়া হবে।

সাধারণত প্রতি বছর এপ্রিল মাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও গত বছর করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়।

ইএফ

Link copied!