Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইবির হল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

জুন ২৭, ২০২২, ১১:০১ এএম


ইবির হল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইদের ছুটি শুরু হওয়ার পূর্বে আবাসিক হল বন্ধের সিন্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৬ জুন) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে শিক্ষার্থীরা একজোট হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপাচার্যের বাসভবনের সামনে এসে উপস্থিত হয়।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, ‘হল আমার ঠিকানা, বন্ধ হতে দিব না’ ‘আমার হল বন্ধ কেন, প্রশাসন জবাব চাই’ প্রভৃতি স্লোগানে প্রভোস্ট কাউন্সিলের হটকারি সিন্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। 

বিক্ষোভের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোঃ শফিকুল ইসলাম শিক্ষার্থীদের দাবি সম্পর্কে জানতে চাইলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও প্রভোস্ট কাউন্সিলের এমন সিন্ধান্ত অবান্তর, অযৌক্তিক। তারা সারা বছরই আবাসিক হল খোলা রাখার দাবি জানান।

আগামীকাল সকাল ১০টার মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে শিক্ষার্থীদের নিশ্চিত করলে সহকারী প্রক্টরের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলনের সমাপ্ত করেন।

প্রসঙ্গত, এর আগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৩০ জুন সকাল ১০টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে বলে জানানো হয়।

আমারসংবাদ/এআই

Link copied!