ইবি প্রতিনিধি
জুন ২৮, ২০২২, ০৩:৩০ পিএম
ইবি প্রতিনিধি
জুন ২৮, ২০২২, ০৩:৩০ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাযিল স্নাতক ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৮, ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৭ এবং ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৮-এর ফল প্রকাশিত হয়েছে। পাশের হার যথাক্রমে শতকরা ১০০, ৯৮.৩১ এবং ৯৮.৪৯ ভাগ।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে উপাচার্য অধ্যাপক ড শেখ আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করেন।
এসময় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, পরীক্ষা-নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আরিফ মোল্যা, পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-রেজিস্ট্রার মোঃ আব্দুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।
ফাযিল স্নাতক ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৮ এ অংশ নেয়া ৩৩ জনের মধ্যে ৩৩ জন, ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৭ এ অংশ নেয়া ৬ শত ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬শত ৩৮ জন এবং ফাযিল স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ পরীক্ষা-২০১৮ এ অংশ নেয়া ৭শত ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭শত ১৮ জন উত্তীর্ণ হয়েছেন। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।
কেএস