Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

শেকৃবি ছাত্রলীগের সম্মেলন স্থগিত

শেকৃবি প্রতিনিধি 

শেকৃবি প্রতিনিধি 

জুন ২৯, ২০২২, ০২:৪৫ পিএম


শেকৃবি ছাত্রলীগের সম্মেলন স্থগিত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) রাতে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক অনিবার্য কারণবশত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন স্থগিত ঘোষণা করা হলো। 

উল্লেখ্য, দীর্ঘ ৫ বছর পর শেকৃবি ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় ২৯ জুন (বুধবার)। সম্মেলন স্থগিত করায় নেতা-কর্মীদের আশার আলো আবারো নিভে গেল। তবে শীঘ্রই নতুন নেতৃত্ব আসবে বলে প্রত্যাশা নেতা-কর্মীদের। 

কেএস 

Link copied!