Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বুয়েটে চান্স পেল আবরার ফাহাদের ছোট ভাই

আমারসংবাদ ডেস্ক

আমারসংবাদ ডেস্ক

জুলাই ১, ২০২২, ০৩:৩৫ পিএম


বুয়েটে চান্স পেল আবরার ফাহাদের ছোট ভাই

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২১-২২ সেশনে চান্স পেয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। আবরার ফাহাদ বুয়েটে পড়াকালীন সময়  ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন ।সেই বুয়েটেই  ভর্তি  পরিক্ষায় অংশ গ্রহণ করেছিলেন ফাইয়াজ ।

বৃহস্পতিবার(৩০ জুন) রাত ৯টায় বুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এতে দেখা যায় আবরার ফাইয়াজ ৪ শত ৫০তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে চান্স পেয়েছেন।

ফলাফলে খুশি আবরার ফাইয়াজ ও তার পরিবার। তবে এখানে ভর্তি হবেন কিনা তা এখনো নিশ্চিত করেননি তিনি।

আবরার ফাইয়াজ বলেন, ‘ইচ্ছে আছে ভর্তি হওয়ার। তারপরও পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব।’

আরইউ

Link copied!