Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ছুটির আগেই হল ছাড়ছে ঢাবি শিক্ষার্থীরা

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি:

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি:

জুলাই ৪, ২০২২, ০৯:০৬ পিএম


ছুটির আগেই হল ছাড়ছে ঢাবি শিক্ষার্থীরা

এ বছর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটি আগামী  ৮ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত।এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং‌ আবাসিক হল  বন্ধ থাকবে। কিন্তু ছুটির আগেই নাড়ীর টানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন  আবাসিক হল ছাড়ছে শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্র জাহিদ। গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুরে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটির আগে তার কোন ক্লাস- পরীক্ষা নেই। তাই এই সুযোগে গ্রামের বাড়িতে রওয়ানা দিয়েছেন তিনি। শুধু জাহিদ নয়, জাহিদের সঙ্গে রিকশায় আরও যোগ দিয়েছেন তার এলাকার কয়েকজন বন্ধু।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আরজু আরা আক্তার সুবর্না।তার প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ। দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শুরু হতে দেরী আছে।

তাই ছুটির আগেই নাড়ীর টানে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গ্রামের বাড়িতে চলে গেলেন সুবর্না।

জাহিদ এবং সুবর্নার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ইতোমধ্যে ঈদের ছুটির আগেই নাড়ীর টানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছেড়েছেন।আজ ৪ জুলাই (২০২২) সোমবার দিবাগত রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা গেছে।

ইএফ

Link copied!