Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বন্যার্তদের জন্য বদরুন্নেসা কলেজ ছাত্রলীগের ঈদ উপহার 

রহমতউল্যাহ

রহমতউল্যাহ

জুলাই ৬, ২০২২, ০৪:৩৭ পিএম


বন্যার্তদের জন্য বদরুন্নেসা কলেজ ছাত্রলীগের ঈদ উপহার 

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগ নেত্রী সেলিনা আক্তার শেলীর উদ্যোগে বন্যাকবলিত কুড়িগ্রামে বানবাসীদের জন্য ঈদ সামগ্রী পাঠিয়েছে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগ শাখা।

বুধবার(৬ জুলাই) বন্যাকবলিত কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় অসহায় বন্যার্তদের জন্য এ উপহার পাঠানো হয় ।

উপহারের খবরটি নিশ্চিত করে কলেজ ছাত্রলীগ সভাপতি সেলিনা আক্তার শেলী বলেন, প্রতিটি মুসলমানদের জীবনে ঈদের আনন্দ আসে, বন্যার্তরা এর বাহিরা নয়। বন্যাকবলিত মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। অনেকেই হয়তো খাবারের ব্যবস্থা করেছে কিন্তু ঈদের দিনের আনন্দ ভাগাভাগি করার অনুভূতি সবাই পায় না। তাই আমরা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশে আমাদের ঈদের আনন্দকে তাদের সাথে ভাগাভাগি করতেই এই ব্যতিক্রম আয়োজন করেছি।

উপহারের পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা ৭১ টি পরিবারের জন্য প্রতিটি প্যাকেজে চিনি, চাল সামাইসহ ঈদের বিভিন্ন খাবার সামগ্রী দিয়েছি।

Link copied!