Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫,

কলকাতায় বাস দুর্ঘটনায় চবি শিক্ষার্থীর মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৩, ২০২২, ০৬:৩৫ পিএম


কলকাতায় বাস দুর্ঘটনায় চবি শিক্ষার্থীর মৃত্যু

কলকাতার ক্যাথিড্রাল রোডে এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী শাজমিলা জিসমাম মুনের মৃত্যু হয়েছে । মায়ের চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে গিয়েছিলেন মুন ও তার ভাই সাফওয়ান জাসির চৌধুরী।

গত রোববার ঈদুল আজহার দিন দুপুরে কলকাতার সড়কে জেব্রা ক্রসিং হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস মা-মেয়েকে ধাক্কা দেয়। এর দুইদিন পর বুধবার চিকিৎসাধীন অবস্থায় মুন মারা যান।

মুন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার মা ড. শিরিন আরা চৌধুরী ডলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক।

দুর্ঘটনায় আহত মুনের মা চিকিৎসাধীন আছেন।

শারীরিক চেকআপের জন্য ড. শিরিন আরা চৌধুরী তার দুই সন্তানকে নিয়ে ভারত যান। মুনের বড় ভাই লেফটেন্যান্ট সাফওয়ান জাসির চৌধুরী সেনা কর্মকর্তা।

চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক রাশেদ মোস্তফা বলেন, অধ্যাপক ড. শিরিন আরা চৌধুরী ডলি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক। তিনি চেকআপের জন্য ছেলে ও মেয়েকে নিয়ে ভারতে যান। 

১০ জুলাই দুপুরে কলকাতায় জেব্রা ক্রসিং হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস ড. শিরিন ও তার মেয়েকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দুইজনকেই কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় দুই দিন পর ১২ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন মারা যায়।

 এদিকে মুনের মরদেহ বুধবার দেশে আসার কথা রয়েছে।


আমারসংবাদ/টিএইচ

Link copied!