Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শাবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি

   শাবিপ্রবি প্রতিনিধি 

  শাবিপ্রবি প্রতিনিধি 

জুলাই ২১, ২০২২, ০৪:২৬ পিএম


শাবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার আংশিক কমিটি গঠিত হয়েছে। 

এতে সভাপতি হিসাবে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক  হিসাবে রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব মনোনীত হয়েছেন।

বুধবার (২০ জুলাই)  রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সাংগঠনিক সম্পাদক নুরুন ইসলাম নিলয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবি আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রানা, পরিবেশ বিষয়ক সম্পাদক  কামরুল হাসান মেহেদী, আইন বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, সমাজ সেবা সম্পাদক  আদনান বিন নুর। 

উল্লেখ্য, উক্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রে প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আমারসংবাদ/এআই 

Link copied!