Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চবিতে ছাত্রী হেনস্তা

দুই শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৩, ২০২২, ০৭:১৫ পিএম


দুই শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সিনেট বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

এদিকে আরও একজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মোট পাঁচজন গ্রেপ্তার হয়েছে।

বহিষ্কৃত দু'জন হলো আজিম হোসেন (ইতিহাস বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৯-২০) ও নুরুল আবছার বাবু।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালযয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, অপর দুই অভিযুক্ত মাসুদ রানা ও নুর হোসেন শাওনকে বহিষ্কারের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নিচ্ছে। তারা চট্টগ্রামের হাটহাজারি কিলেজের শিক্ষার্থী।  

এর আগে শনিবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে ৩৪তম সিনেট অধিবেশনে ৩১ নম্বর সংরক্ষিত নারী আসনের এমপি ওয়াশিকা আয়েশা খানের এক প্রশ্নের জবাবে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করা হবে সেটি কোনোভাবেই মেনে নেয়া হবে না।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। যেসব বহিরাগত যুবক বিশ্ববিদ্যালয় ছাত্রদের সঙ্গে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত, তাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হবে। সে সঙ্গে আইনি প্রক্রিয়ায় তাদের বিচারকাজ চলবে বলেও জানান তিনি।


আমারসংবাদ/টিএইচ

Link copied!