Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শাবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শাবিপ্রবি প্রতিনিধ

শাবিপ্রবি প্রতিনিধ

জুলাই ২৪, ২০২২, ০৫:৪৬ পিএম


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শাবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। 

রোববার (২৪ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেন শিক্ষার্থীরা। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের চার দফা দাবির সাথে পরিপূর্ণ সংহতি প্রকাশ করেন তাঁরা। 

সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহরাব সাদাত বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে চারটি দাবির সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছি। আমরা ইতিমধ্যে দেখেছি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন ও নিরোধ সেলে দীর্ঘদিন থেকে অভিযোগ ঝুলে থাকে। 

চার দিবসের মধ্যেই সেলের অভিযোগ গুলোর তদন্ত হওয়া দরকার। বিশ্ববিদ্যালয় গুলোতে যৌন নির্যাতনের ঘটনা ঘটলে সেখানে আমরা চুপ না থেকে সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে।

আমারসংবাদ/এআই 

Link copied!