Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভোলায় পুলিশের গুলির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা কলেজ প্রতিনিধি

ঢাকা কলেজ প্রতিনিধি

আগস্ট ১, ২০২২, ০৫:৫৪ পিএম


ভোলায় পুলিশের গুলির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ভোলায় বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের গুলি বর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে ঢাকা কলেজ ছাত্রদল।

সোমবার (১ আগস্ট) দুপুর ১২ টায় রাজধানীর মিরপুর রোডের আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মৃধা জুলহাস এর নেতৃত্বে সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে নজিরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা কলেজ ছাত্রদল।

এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাক, সহ সভাপতি পিয়াল হাসান, সিরাজ উদ্দিন বাবু, যুগ্ম সম্পাদক মাহিবুর রহমান টিপু, মামুনুর রহমান মামুন, দপ্তর সম্পাদক তানভীর আহমদ মাদবর সহ প্রায় শতাধিক নেতৃবৃন্দ।

কেএস 

Link copied!