Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শেখ কামালের জন্মদিন উপলক্ষে ঢাকা কলেজের কর্মসূচি

ঢাকা কলেজ প্রতিনিধি

ঢাকা কলেজ প্রতিনিধি

আগস্ট ৪, ২০২২, ০৪:৪০ পিএম


শেখ কামালের জন্মদিন উপলক্ষে ঢাকা কলেজের কর্মসূচি

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা কলেজ প্রশাসন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ঢাকা কলেজের  অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ. টি. এম. মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজের সকল শিক্ষার্থীদেরকে এতদ্বারা জানানো যাচ্ছে যে আগামী ০৫/০৮/২০২২ তারিখ শুক্রবার ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজ প্রশাসন দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

শুক্রবার সকাল ১১.০০ মিনিট শহীদ শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে বিকাল ৫.১৫ মিনিট বাদ আছর কলেজ ক্যাম্পাস মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হবে।

অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।

উল্লেখ্য, শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ (অনার্স) পাস করেন। ঢাকা কলেজে তার নামে একটি ছাত্রাবাসাও রয়েছে।

কেএস 

Link copied!