Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঢাবি উপাচার্যের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধির সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি

ঢাবি প্রতিনিধি

আগস্ট ৮, ২০২২, ০৫:৫৮ পিএম


ঢাবি উপাচার্যের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধির সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র প্রতিনিধি ড. বর্ধন জং রানা সোমবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি (মরণোত্তর) প্রদানের জন্য ২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন আয়োজনের বিষয়ে অতিথিকে অবহিত করে বলেন, এই বিশেষ সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে অংশগ্রহণের জন্য ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস-কে আমন্ত্রণ জানানো হয়েছে। মর্যাদাপূর্ণ এই বিশেষ অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের অংশগ্রহণের সম্ভাব্য সময়সূচি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।

আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেএস 

Link copied!