Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সাত কলেজের ভর্তি পরীক্ষা আজ

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১২, ২০২২, ০২:৪৮ পিএম


সাত কলেজের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের ভর্তি পরীক্ষা আজ থেকে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। আজ প্রথম দিন বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ। তিনি বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমারা সব ধরনের প্রস্তুতি শেষ করেছি। আশা করছি সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারব।

এবার রাজধানীর ১৪টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজসহ রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভবন-১, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভবন-২, গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (পুরাতন হোম ইকনোমিক্স কলেজ) , আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উইলস‌ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্যমতে, এবার বিজ্ঞান অনুষদে ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৯ হাজার ৫১৭টি।

এবি

Link copied!