Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গুচ্ছের ‍‍`বি‍‍` ইউনিটে হাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৮৪৯

হাবিপ্রবি প্রতিনিধি

হাবিপ্রবি প্রতিনিধি

আগস্ট ১২, ২০২২, ০৯:৩৩ পিএম


গুচ্ছের ‍‍`বি‍‍` ইউনিটে হাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৮৪৯

জিএসটি গুচ্ছভুক্ত দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত (স্নাতক) সম্মান ‍‍`বি‍‍` ইউনিটের ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।  আগামীকাল শনিবার  (১৩ আগস্ট) অনুষ্ঠিতব্য মানবিক বিভাগের পরীক্ষায় সারাদেশে ২৯ কেন্দ্রে এই বিভাগে অংশ নিবেন ৯৫ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী।এর মধ্যে ৩ হাজার ৮৪৯ জন পরীক্ষার্থী হাবিপ্রবি কেন্দ্রে অংশ নিবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড.শ্রীপতি সিকদার।

তিনি বলেন, "ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং পরীক্ষার্থী ও অভিভাবকগণদের বসার জন্য কেন্দ্র গুলোর আশেপাশে বসার সুব্যবস্থা করা হয়েছে।"এছাড়াও ভর্তি পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা কর্মী সহ সেচ্ছাসেবী সংগঠনগুলো ও কাজ করবে বলে জানান তিনি।

গুচ্ছভুক্ত ২২টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আমারসংবাদ/এসএম

Link copied!