Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‍‍`বিশ্ববিদ্যালয়েও শিক্ষার যথাযথ মান নিশ্চিত করা যাচ্ছে না‍‍`

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৯, ২০২২, ০৪:১৩ পিএম


‍‍`বিশ্ববিদ্যালয়েও শিক্ষার যথাযথ মান নিশ্চিত করা যাচ্ছে না‍‍`

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বিশ্ববিদ্যালয়েও শিক্ষার যথাযথ মান নিশ্চিত করা যাচ্ছে না।

শুক্রবার (১৯ আগস্ট) ঢাবি অধিভুক্ত সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে ঢাকা কলেজে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি সাত কলেজের শিক্ষার মান নিয়ে বলেন, শিক্ষার যে আন্তর্জাতিক মান সেটা আমাদের শিক্ষা মন্ত্রণালয় সমন্বয় করার চেষ্টা করছে খুব শিগগিরই আন্তর্জাতিক মানের সাথে সমম্বয় হবে।

তবে সাত কলেজে শিক্ষার মানোন্নয়নের ব্যাপারে যদি বলি তাহলে প্রথমে বলতে হবে বিশ্ববিদ্যালয়েও শিক্ষার যথাযথ মান নিশ্চিত করা যাচ্ছে না।

শিক্ষার যথাযথ মান রক্ষার্থে যেখানে প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য প্রয়োজন ১ শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে ২০ জনে ১ জন। সাত কলেজেতো নিশ্চয় একটা সংকট আছেই।

এ সময় তিনি দ্রুতই এই সংকট উত্তরনের আশাও প্রকাশ করেন।

তিনি পরীক্ষার সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় কোনো ধরণের অভিযোগ ছাড়াই গত পরীক্ষার মতোই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।


আমারসংবাদ/টিএইচ

Link copied!