Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

হল প্রশাসনের উদাসীনতায় কুবিতে চুরির চেষ্টা

কুবি প্রতিনিধি

কুবি প্রতিনিধি

আগস্ট ২০, ২০২২, ০৬:৪৭ পিএম


হল প্রশাসনের উদাসীনতায় কুবিতে চুরির চেষ্টা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হল থেকে দুটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। পরে হলের শিক্ষার্থীরা তল্লাশি চালালে নিচ তলার সিঁড়ির নিচে ল্যাপটপ দুইটি পাওয়া যায়। যথাযথ নিরাপত্তা নিয়ে হল প্রশাসনের উদাসিনতায় এমন ঘটনা ঘটেছে বলে দায়ী করছেন আবাসিক শিক্ষার্থীরা।

শনিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে ১টার দিকে হলের ৪০৪নং কক্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদমান সাকিব ও একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মিরাজ হাসান।

এদিকে ল্যাপটপ চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। তারা বলেন, আমাদের হলে পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে। নিচ তলা ছাড়া অন্য কোন ফ্লোরে সিসি ক্যামরার ব্যবস্থা নাই। এজন্যই ফোন ও লেপটপ চুরির ঘটনা ঘটেছে। এছাড়া হলের নিচে সব সময় এলাকার লোকজন মোবাইলে গেইম খেলে। নিরাপত্তা যদি না বাড়ানো হয় ভবিষ্যতে আরও বড় কিছু ঘটতে পারে। অফিস স্টাফদেরও ঠিকমতো দায়িত্ব পালন করতে দেখা যায় না। আমরা এসবের সমাধান চাই।

উল্লেখ্য, কয়েক মাস আগে হলের ৩০২ নাম্বার কক্ষ থেকেও ল্যাপটপ চুরির ঘটনা ঘটে।

আনসার আন্ডার কমান্ডার বাচ্চু মিয়া বলেন, সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দায়ীত্ব পালন করছে। এর ভিতর এরকম কোন ঘটনা চোখে পড়ে নাই। শিক্ষার্থীরা ল্যাপটপ চুরির ঘটনা জানার পর হলের পকেট গেইটসহ মেইন গেইট অফ করে দিয়ে সব জায়গায় তল্লাশি করে। এক পর্যায়ে হলের সিঁড়ির নিচে লেপটপ পাওয়া যায়।

হলের নিরাপত্তা কর্মী জাহিদ হাসান বলেন, আমরা তো কোন শিক্ষার্থীর ব্যাগ চেক করার অধিকার রাখি না।

এ ঘটনায় হলের প্রোভস্ট ড. মিজানুর রহমান বলেন, আমরা প্রথমিকভাবে দুই জনকে সিসি ক্যামরা দেখে  সন্দেহ করেছি।  এখনও নিশ্চিত নয় আমারা আরও পর্যবেক্ষণ করে দেখবো। যে রুম থেকে লেপটপ চুরি হয়ছিলো ওরা দরজা লক না করার কারনে সহজে এ ধরনের ঘটনা ঘটেছে। কোন রুমে যদি সমস্যা থাকে তাহলে হল প্রশাসনকে জানানো উচিত। আমরা এসব সমাধানের জন্য ব্যবস্থা নিবো। হলের নিচে এলাকার লোকজন যে বসে বসে মোবাইল চালায় বিষয়টা আমার জানা নেই। কিছুদিনের মধ্যে হলের প্রতিটি ফ্লোরে সিসি ক্যামরা লাগানো হবে।

কেএস 

Link copied!