Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শিক্ষার্থীরা ঠাণ্ডা হলেই প্রতিশ্রুতি ভুলে যান অধ্যক্ষ

বাঙলা কলেজ প্রতিনিধি

বাঙলা কলেজ প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২২, ০৫:৩৮ পিএম


শিক্ষার্থীরা ঠাণ্ডা হলেই প্রতিশ্রুতি ভুলে যান অধ্যক্ষ

শিক্ষার্থীরা ঠাণ্ডা হলেই প্রতিশ্রুতি ভুলে যান অধ্যক্ষ বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী‌দের ৪ দফা দাবির লক্ষ্যে বাঙলা ক‌লেজ সাংবা‌দিক স‌মি‌তির কা‌ছে অধ্যক্ষ‌ের দেওয়া প্র‌তিশ্রু‌তির প্র‌তিবাদে এমন অ‌ভিযোগ করেন শিক্ষার্থীরা।

‌শিক্ষার্থীরা বলেন, অনেক বছর থেকে এসব শুনে আসছি। কাজের কাজ কিছুই হচ্ছে না। ছাত্ররা ঠাণ্ডা হয়ে গেলে আবার ভুলে যাবেন সব।

খা‌লিদ নুর নামের এক শিক্ষার্থী বলেন,  যখন শিক্ষার্থীরা দা‌বি তুলে তখনই নিয়ম রক্ষার প্র‌তিশ্রু‌তি দেওয়া হয়। শিক্ষার্থীরা ঠাণ্ডা হয়ে গেলে বিষয়‌টি আর মনে থাকে না।

নুরুল ইসলাম বাবু নামের একজন সাবেক শিক্ষার্থী বলেন, প্রশাসনের এমন প্রতিশ্রুতি ২০১০-১১ সাল থেকেই শুনে আসতেছি। জানি না, এমন প্রতিশ্রুতি আমাদের ছেলে মেয়েরাও পাবে কি-না।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৩ আগস্ট) রা‌তে শিক্ষার্থীদের দা‌বির বিষয়গু‌লো নি‌য়ে অধ্যক্ষ ড. ফেরদৌসী খান বলেন, বাস-ক্যান্টিনসহ শিক্ষার্থীদের যাবতীয় দাবি নিয়ে কলেজ প্রশাসন কাজ করছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে এর বাস্তবায়ন দেখা যাবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এ সম‌য়ে তি‌নি শিক্ষার্থী‌দের ধৈর্য ধারণ কর‌তেও ব‌লেন।

এর আগে, ২১ আগস্ট সরকারি বাঙলা কলেজে ৪ দফা দাবিতে মানববন্ধনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। দাবিগুলো ছিল- মেয়েদের হল নির্মাণ, ক্যান্টিন নির্মাণ, গণপরিবহনের ব্যবস্থা, ক্যাম্পাসের লেক স্থায়ীভাবে পরিষ্কার করে পরিবেশবান্ধব এবং ব্যবহার উপযোগী করা।

কেএস 

Link copied!