Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মেয়েদের হলে বিদ্যমান সমস্যা সমাধানে

ঢাবি ছাত্রলীগের ৮ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

ঢাবি প্রতিনিধি

ঢাবি প্রতিনিধি

সেপ্টেম্বর ৩, ২০২২, ০৪:৪০ পিএম


ঢাবি ছাত্রলীগের ৮ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ৫টি‌ হলে সকল নারী শিক্ষার্থীর সংকট নিরসনে শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাবি প্রশাসনের কাছে‌ ৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রলীগ।

৮ দফা দাবিগুলো হল:
১/ আবাসিক/অনাবাসিক নারী শিক্ষার্থীদের আইডি কার্ড দেখানো সাপেক্ষে মেয়েদের যে কোন হলে প্রবেশের সুযোগ দিতে হবে।
২/ হলে প্রবেশের সময়সীমা বৃদ্ধি করতে হবে।
৩/ হলের খাবারের গুণগত মান বৃদ্ধি করতে হবে এবং প্রত্যেক হলে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করতে হবে।
৪/ শিক্ষার্থীদের সাথে সদাচরণ করতে হবে ও সকল ধরনের হয়রানিমূলক আচরণ বন্ধ করতে হবে।
৫/ হলে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬/ হলের অতিথিকক্ষ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে হবে।
৭/ দূরবর্তী হলগুলোর যাতায়াতের জন্য বাসের ট্রিপ এবং সময়সীমা বৃদ্ধি করতে হবে।
৮/ ক্যাম্পাসে যাতায়াতের জন্য সঠিক রিক্সাভাড়া নির্ধারণ এবং যথাযথ মনিটরিং এর ব্যবস্থা করতে হবে।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামান এর হাতে ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে ৫টি হলের ছাত্রলীগের নেত্রীরা।

এ সময় উপস্থিত ছিলেন শামসুন নাহার হল ছাত্রলীগের সভাপতি খাদিজা আখতার ঊর্মি, সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা, রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসেন, সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথা, বঙ্গমাতা হল ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখী, সাধারণ সম্পাদক সানজিনা ইয়াসমিন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা কথা, সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি, কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি পূজা কর্মকার ও সাধারণ সম্পাদক রিমা আক্তার ডলি।

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসেন বলেন,  "ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী হিসেবে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন ও হয়রানির শিকার হতে হয়। একবিংশ শতাব্দীতে এসে মান্ধাতা আমলের নিয়মকানুন আমাদের নারী শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়ে সময়ের সাথে তাল মেলাতে বলা একপ্রকার বিদ্রুপের শামিল। সেই পরিপ্রেক্ষিতে আজ আমরা মেয়েদের ৫ টি হলের শিক্ষার্থীদের সাধারণ সমস্যাগুলো সমাধানের নিমিত্তে মাননীয় ভিসি স্যারের সাথে দেখা করে আমাদের ৮ দফা দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করি। স্যার সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেছেন। অনতিবিলম্বে সকল দাবি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানাচ্ছি।

কেএস 

Link copied!