Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জবি সাদা দলের কমি‌টি গঠন

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২২, ০৬:৫২ পিএম


জবি সাদা দলের কমি‌টি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ শিক্ষকদের সংগঠন সাদা দলের দুই বছর মেয়াদি ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগের অধ্যাপক ড. মোঃ মোশাররফ হোসেন সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ রইছ উদদীন কে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করে জবি সাদা দল।

কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান, অর্থনীতি  বিভাগের অধ্যাপক ড. মোঃ আজম খান, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোঃ মঞ্জুর মোর্শেদ ভুইয়া।

যুগ্ন-সাধারণ সম্পাদক মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শাহিনুজ্জামান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন।

সাংগঠনিক সম্পাদক কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দীন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসির আহমাদ, অর্থ-সম্পাদক মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, দপ্তর/জনসংযোগ সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর।

সদস্য, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ ইমরানুল হক, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তারেক মুহাম্মদ শামসুল আরেফিন, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ওমর ফারুক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক কে.এ.এম রিফাত হাসান।

কেএস 

Link copied!