Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিটিভি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার আপ জাবির বঙ্গমাতা হল

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২২, ১২:১৮ পিএম


বিটিভি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার আপ জাবির বঙ্গমাতা হল

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে ‍‍`স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২২‍‍` এর ফাইনাল রাউন্ডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ০.৬৬ ব্যবধানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে রানার আপ হয় জাবির বঙ্গমাতা হল।

প্রতিযোগিতায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের পক্ষে দলনেতা ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি। ১ম বক্তা ছিলেন দর্শন বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী নির্বাচিতা চক্রবর্তী এবং ২য় বক্তা ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী মির্জা সাকি।

রানার আপ হওয়ায় দর্শন বিভাগের শিক্ষার্থী নির্বাচিতা চক্রবর্তী উচ্ছাস প্রকাশ করে বলেন, খুব অল্প ব্যবধানে আমরা হেরেছি, এজন্য একটু খারাপ লেগেছে। তবে বাংলাদেশ টেলিভিশনের মতো জাতীয় বিতর্ক মঞ্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পেরে ভালো লাগছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে টেলিভিশন বিতর্কে আমরাই প্রথমবারের মতো ফাইনাল রাউন্ডে বিতর্ক করেছি।

বিজিত দলকে অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন।

কেএস 

Link copied!