Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

প্রশ্নপত্র নিয়ে জটিলতা: দিনাজপুর বোর্ডে এসএসসির ৪ পরীক্ষা স্থগিত

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২১, ২০২২, ১০:৪০ এএম


প্রশ্নপত্র নিয়ে জটিলতা: দিনাজপুর বোর্ডে এসএসসির ৪ পরীক্ষা স্থগিত

প্রশ্ন নিয়ে জটিলতার কারণে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসির চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিষয়গুলো হচ্ছে- গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান এবং রসায়ন।

বুধবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত দিনাজপুর বোর্ডের অধীনে গণিত, পদার্থ, রসায়ন ও কৃষি শিক্ষার পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত বিষয়গুলোর পরীক্ষার তারিখ পরে যথাসময়ে জানানো হবে। বাকি বিষয়ের পরীক্ষা রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম বলেন, প্রশ্ন নিয়ে সমস্যার কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। শিগগিরই এসব পরীক্ষা নেওয়া হবে।

এআই 
 

Link copied!