Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইডেনের হলে মাইকিং করে বন্ধ ঘোষণা

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৭, ২০২২, ০২:১১ এএম


ইডেনের হলে মাইকিং করে বন্ধ ঘোষণা

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে আলোচনার তুঙ্গে থাকা রাজধানীর ইডেন কলেজ ও কলেজের ছাত্রীনিবাসগুলো বন্ধের ঘোষণা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। দুর্গাপূজা উপলক্ষে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ক্যাম্পাস ও কলেজের হল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে আবাসিক ছাত্রীদের হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ইডেন কলেজ কর্তৃপক্ষ মাইকিং করে শিক্ষার্থীদের এই তথ্য জানায়।

এ বিষয়ে বঙ্গমাতা ফলের তত্ত্বাবধায়ক নাজমুন্নাহার গণমাধ্যমকে বলেন, পূজার ছুটি ঘোষণা করা হয়েছে। এর সাথে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। ছুটির সময় কলেজ ক্যাম্পাস ও হোস্টেল বন্ধ থাকবে।

ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলে গত শনিবার থেকে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস উত্তপ্ত।

এসব ঘটনায় ইডেন কলেজ শাখা কমিটি স্থগিত করেছে ছাত্রলীগ। এছাড়া ১৬ জন নেত্রীকে বহিষ্কার করেছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি। উত্তপ্ত পরিস্থিতিতে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে পুলিশ অবস্থান করছে।

ইএফ

Link copied!