Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সরকারি আলিয়া মাদ্রাসায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১০, ২০২২, ০৬:৪৩ পিএম


সরকারি আলিয়া মাদ্রাসায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা-এর আওতাধীন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ফাযিল (স্নাতক) পাস ১ম বর্ষের ২য় দফা ভর্তি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়া এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।১ ঘন্টা ব্যাপী এ পরীক্ষায় প্রায় ২৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর আগে ২৭ নভেম্বর ১ম দফায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।১ম দফার পরীক্ষায় ৪০০ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ বলেন,আল্লাহর রহমতে শান্তিপূর্ণভাবে আামদের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। আমরা এর পূর্বে ১ম দফায় ভর্তি পরীক্ষা নিয়েছি। আসন সংখ্যা খালি থাকায় আবারও ভর্তি পরীক্ষা নিচ্ছি।পরীক্ষার রেজাল্ট ও ভর্তির যাবতীয় তথ্য আমাদের মাদ্রাসার ওয়েবসাইটে দেওয়া হবে।

বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ০৩ বছর মেয়াদি ফাযিল (স্নাতক) পাস কোর্স, কামিলে ফিকাহ,আদব,তাফসীর,হাদিস বিভাগ রয়েছে। এর পাশাপাশি ৫টি বিষয়ে অনার্স কোর্স রয়েছে।

১৭৮০ সালে বাংলার ফোর্ট উইলিয়ামের গর্ভনর জেনারেল ওয়ারেন হেস্টিংস কর্তৃক কলকাতায় কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালে দেশ ভাগ হলে আলিয়া মাদ্রাসা কলকাতা থেকে ঢাকায় স্থানান্তরিত হয়। বর্তমানে ঢাকার বকশিবাজারে এটি অবস্থিত।

এবি

Link copied!