Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চবির ঝর্ণায় ডুবে মারা গেল এক স্কুল শিক্ষার্থী

আজিম সাগর, চবি প্রতিনিধি

আজিম সাগর, চবি প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২২, ০২:৪৮ পিএম


চবির ঝর্ণায় ডুবে মারা গেল এক স্কুল শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণায় গোসল করতে গিয়ে জিসান নামে এক স্কুল শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছেন। রোববার (১৬ অক্টোবর) আনুমানিক দুপুর ১২টার দিকে ঝর্ণার পানিতে গোসল করতে নামলে নিখোঁজ হয় জিসান। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় দেড় ঘণ্টা পর তাকে খুঁজে পায় উদ্ধার কর্মীরা।

ফায়ার সার্ভিসের কর্মীরা জিসানকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারের নিয়ে গেলে  চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য জিসানের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, নিহত জিসান রেলওয়ে পাবলিক হাইস্কুলের ছাত্র। রোববার তারা মোট সাত বন্ধু মিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঝর্ণা দেখতে যান। এক পর্যায়ে তারা পানিতে নামলে জিসান ডুবে যায়।

এসএম

Link copied!