Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

৬ ঘণ্টা আটকে রেখে হেনস্তার অভিযোগ ইডেন ছাত্রীর

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৮, ২০২২, ১২:৩৫ পিএম


৬ ঘণ্টা আটকে রেখে হেনস্তার অভিযোগ ইডেন ছাত্রীর

ছাত্রী নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ইডেন মহিলা কলেজ অধ্যক্ষের কক্ষে ৬ ঘণ্টা আটকে রেখে হয়রানি, মানসিক নির্যাতন ও জোরপূর্বক অঙ্গীকারনামা নেওয়ার অভিযোগ করেছেন নুসরাত জাহান কেয়া নামের এক ছাত্রী।

তিনি কলেজের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।

কেয়া অভিযোগ করে বলেন, সোমবার (১৭ অক্টোবর) দুপুরে সার্টিফিকেট নিতে ক্যাম্পাসে গেলে শিক্ষকরা তাকে অধ্যক্ষের কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা ধরে আটকে রেখে হয়রানি ও মানসিক নির্যাতন করা হয়।

তিনি বলেন, অধ্যক্ষের রুমে প্রায় ৩৫ জন শিক্ষক আমাকে হেনস্তা করেছেন। একপর্যায়ে হুমকি দিয়ে জোর করে লিখিত নেন। পরে আমি অসুস্থ হয়ে পড়ি।

এরপর তাকে স্থানীয় অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে ছাড়া হয়েছে বলেও জানান এই ছাত্রী।

গণমাধ্যমের পক্ষ থেকে এ বিষয়ে কথা বলতে কলেজের অধ্যক্ষ ড. সুপ্রিয়া ভট্টাচার্যকে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

এবি
 

Link copied!