Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল দিবস পালিত

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

অক্টোবর ১৮, ২০২২, ০৩:০৭ পিএম


ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ রাসেল দিবস-২০২২ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বেলুন উড়ানো, কেক কাটা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।

রাসেল দিবস- ২০২২ উদ্যাপন কমিটির আহবায়ক ও শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরেফিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট  অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান, অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. শামসুল আলম, অধ্যাপক ড.অশোক কুমার চক্রবর্তী, প্রেস প্রশাসক ও সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী অধ্যাপক মোঃ সাজ্জাদুর রহমান টিটু প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, শেখ রাসেল ছিল দুরন্ত ও প্রাণবন্ত, এমন নির্মম বর্বরোচিত শিশু হত্যাকান্ড ছিল পৃথিবীর ইতিহাসে বিরল। এছাড়া তিনি শিশু রাসেলের বিভিন্ন ঘটনাবহুল জীবনের উপর আলোকপাত করেন।

কেএস 

Link copied!