Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

তিন বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৪, ২০২২, ১১:৫৫ পিএম


তিন বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল মঙ্গলবার বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে যেসব প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এই তিন বিভাগের বাইরেও রাজধানীসহ বিভিন্ন এলাকার নানা শিক্ষা প্রতিষ্ঠান স্ব উদ্যোগে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় আগামীকাল মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করেছে।

সোমবার (২৪ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা নিশ্চিত করেছেন।

এ ছাড়া সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবার (২৫ অক্টোবরের) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে এ ঘোষণা দেওয়া হয়েছে।স্থগিত এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি শিগগিরই জানানো হবে।

ইএফ

Link copied!