Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

৭ কলেজের ভর্তির সময়সীমা বেড়েছে

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৬, ২০২২, ১১:৫৬ এএম


৭ কলেজের ভর্তির সময়সীমা বেড়েছে

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির সময়সীমা  দুইদিন বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রম চালিয়ে যেতে পারবেন  বলে গণমাধ্যমকে জানিয়েছেন  ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।

তিনি আরও জানান, ঘোষণা অনুযায়ী সাত কলেজের বিষয় ও ভর্তি কার্যক্রমের মঙ্গলবার শেষ দিন ছিল। মঙ্গলবারের মধ্যেই মনোনীত কলেজে সশরীরে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছিল। তবে প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের সুবিধার জন্য দুইদিন সময় বাড়ানো হয়েছে। অর্থাৎ, শিক্ষার্থীরা ২৭ অক্টোবর পর্যন্ত ভর্তি কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। বিষয়টি প্রত্যেক কলেজে জানানো হয়েছে।

এআই
 

Link copied!