Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

খুবিতে খুবিসাসের আয়োজনে সংবাদচিন্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খুবি প্রতিনিধি

খুবি প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২২, ০৪:২৫ পিএম


খুবিতে খুবিসাসের আয়োজনে সংবাদচিন্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) আয়োজনে ‘সংবাদচিন্তা’ শীর্ষক সেমিনার, সাংবাদিকতা বিষয়ক কর্মশালা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

তিনি বলেন, সংবাদ সংগ্রহ, বিশ্লেষণ ও পরিবেশনের কারণে সাংবাদিকদের অন্য পেশার লোকদের থেকে আলাদা হতে হয়। দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে আস্থা তৈরি করে। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলেন। তাদের মাধ্যমে আমরা আস্থাশীল, সুচিন্তিত ও গঠনমূলক সংবাদ পেয়ে থাকি। দেশ ও সমাজের জন্য তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন।

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা যাতে পেশাগত জীবনে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্বল করতে পারে, বিশ্ববিদ্যালয়কে ধারণ করতে পারে এবং নীতি-নৈতিকতার মধ্য থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারে এ ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহ নানা সাফল্য তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে জুমে যুক্ত থেকে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ও সাবেক প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. মো. গোলাম রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যক্ষ অমিত রায় চৌধুরী ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আব্দূল্লাহ আবুসাঈদ খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুবিসাসের উপদেষ্টা প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-খুবিসাসের বিদায়ী কমিটির সভাপতি তেহসিন আশরাফ প্রত্যয়। সভাপতিত্ব করেন খুবিসাসের নবনির্বাচিত কমিটির সভাপতি অনিরুদ্ধ বিশ্বাস।

সঞ্চালনা করেন-খুবিসাসের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মীর হাসিব ও নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী কমিটির সদস্যদের ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় বিষয়ভিত্তিক দুটি সেশন অনুষ্ঠিত হয়। সেশন দুটি পরিচালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম ও সহকারী অধ্যাপক মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড়। অনুষ্ঠানে খুবিসাসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!