Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

আমার সংবাদে প্রতিবেদন প্রকাশেরপর পরিচ্ছন্নতা অভিযানে ঢাবি কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

নভেম্বর ৩, ২০২২, ১১:৩২ এএম


আমার সংবাদে প্রতিবেদন প্রকাশেরপর পরিচ্ছন্নতা অভিযানে ঢাবি কর্তৃপক্ষ

‘ঢাবি ক্যাম্পাসে যত্রতত্র ময়লা-আবর্জনা, শিক্ষার্থীদের দুর্ভোগ’ শিরোনামে  মঙ্গলবার  (১ নভেম্বর) আমার সংবাদ অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পরই অভিযানে নামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রতিবেদনের জের ধরে গতকাল বুধবার (২ নভেম্বর) ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তার পরই আজ (৩ নভেম্বর) সকালেই ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, মধুর ক্যান্টিন, কলাভবন এলাকায় সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে অন্য দিনের তুলনায় অনেক বেশি পরিস্কার -পরিচ্ছন্নতা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস‌।

শিক্ষার্থীরা জানান, দৈনিক আমার সংবাদ পত্রিকায় প্রকাশিত নিউজের জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা পরিস্কার -পরিচ্ছন্নতা ক্যাম্পাস পেয়েছে ‌।

 


ইএফ

Link copied!