Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪,

ভুল প্রশ্নপত্র বিতরণ

একঘণ্টা পর কারিগরি বোর্ডের বাংলা পরীক্ষা স্থগিত

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৬, ২০২২, ০৬:৪৬ পিএম


একঘণ্টা পর কারিগরি বোর্ডের বাংলা পরীক্ষা স্থগিত

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটির বাংলা প্রথমপত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একঘণ্টা পরীক্ষা চলার পর তা স্থগিত ঘোষণা করা হয়েছে।

রোববার (৬ নভেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. সুলতান হোসেন স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে— ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিয়মিত শিক্ষার্থীদের জন্য পুরানো সিলেবাসে প্রশ্নপত্র বিতরণ করা হয়। আর পুরাতনদের জন্য নতুন সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয় বলে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কারিগরি শিক্ষা বোর্ড।

নোটিশে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২২ সনের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র নতুন ও পুরাতন সিলেবাসের (বিষয় কোড: ২১৮১১ ও ১৮১১) পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিতকৃত বিষয়ের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আমাদের একাদশ শ্রেণিতে এ বছর নতুন সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। 

কিন্তু ভুল করে পুরাতন সিলেবাসে প্রশ্ন ছাপা হয়ে গেছে। আগামী দুই-এক দিনের মধ্যেই আবার নতুন প্রশ্নপত্র তৈরি করে তারিখ ঘোষণা করা হবে।

টিএইচ

Link copied!