Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বঙ্গবন্ধুর সমাধিতে খুকৃবি‍‍`র নতুন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

নভেম্বর ১৮, ২০২২, ০৭:২২ পিএম


বঙ্গবন্ধুর সমাধিতে খুকৃবি‍‍`র নতুন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক  ড. আবুল কাশেম চৌধুরী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি)  নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
 
বুধবার(১৬ নভেম্বর) খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী। তিনি চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

উল্লেখ্য, প্রফেসর ড.আবুল কাশেম চৌধুরী ১৯৮৯ সালে তৎকালীন পটুয়াখালী কৃষি কলেজের (বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)  জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে যোগ দেন। খুকৃবিতে উপাচার্য হিসেবে যোগ দেওয়ার আগে  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন।

এবি

Link copied!